
কন কনে ঠান্ডা, হিমেল বাতাস ও ঘণ কুয়াশায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ছে সড়ক দূর্ঘটনা। গাড়ি চালাতে গিয়ে ড্রাইভারের হাত-পা ঠান্ডায় হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটছে। রোববার উপজেলার চান্দের মোড়ে ঠান্ডার কারণে কয়লা ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাতের কিনারায় আটকে যায়। এভাবে প্রতিদিন ঘটছে ছোটখাট দূর্ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি জরিপে দেখা গেছে, গত ১০ দিনে উপজেলায় কমপক্ষে ২০ জন সড়ক দূর্ঘনায় আহত হয়েছেন।
মওলানা ভাসানী সেতুর চিলমারী এলাকার ব্যবসায়ী শামীম মিয়া বলেন, গত ১০ দিনের ব্যবধানে সেতু এলাকায় কমপক্ষে পাঁচটি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। দূর্ঘটনায় নিহত না হওয়ার কারনে বিষয়গুলো প্রশাসনের নজরে আসে নাই। বিশেষ করে সন্ধ্যার পরে ঘণ কুয়াশার কারণে এসব দূর্ঘটনা ঘটছে।
পাঁচপীর বাজারের সংগীত শিল্পী মো. মজনু মিয়া বলেন, সড়ক দূর্ঘটনার মুল কারন হচ্ছে, প্রতিটি রিকসা, ভ্যান, অটোবাইক, টলি এমনকি মোটরসাইকেলে কোম্পানির আসল লাইট খুলে চায়নার তৈরি টার্গেট লাইট ব্যবহার করছেন। অধিক শক্তি বা তেজষ্ক্রিয় রস্মীর কারণে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো একে অপরকে দেখতে না পারায় এসব দূর্ঘনা ঘটছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার বলেন, হাইওয়ে সড়কের ধারে তাঁর ইউনিয়ন পরিষদ। বেপরোয়া গতিতে গাড়ি সমুহ চালানোর কারণে দূর্ঘটনার সংখ্যা বাড়ছে। ট্রাফিক আইনে এসব চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া একান্ত প্রয়োজন।
পৌর শহরের ব্যাটারি চালিত অটোবাইক চালক হাসু মিয়া জানান, ঠান্ডা এবং ঘণ কুয়ার কারণে এখন সড়ক দূর্ঘটনা বাড়ছে। এছাড়া প্রতিটি গাড়ির লাইট পরিবর্তন করা। অধিক ক্ষমতা সম্পূর্ণ লাইট ব্যবহার করার কারণে দূর্ঘটনা বেশি হচ্ছে।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা বলেন, প্রতিদিন কমবেশি দূর্ঘটনা ঘটছে। সবগুলো রেকর্ড় হয় না। তিনি মনে করেন দূর্ঘটনার মুল কারণ হচ্ছে অদক্ষ চালক, বেপরোয়া ভাবে গাড়ি চালানো, লাইট সমস্যা, নিয়ম কানুন না জানা। এ ব্যাপারে সকলকে আন্তরিক হতে হবে। সেই সাথে ট্রাফিক আইন মেনে চলতে হবে। তাহলে দূর্ঘটনা অনেকটা কমে যাবে।
উপজেলা বিার্হী অফিসার ঈফফাত জাহান তুলি বলেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা কমিটিতে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.