
ওমর ফারুক
মানবতা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদীর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্ধ ও হতদরিদ্রের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৬ই জানুয়ারি বিকেলে নরসিংদীর বটতলা এলাকায় মানবতা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদীর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মানবতা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. অভি ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও মানবতা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মাইনুদ্দিন ভূইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন মানবতা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মেহেদী হাসান তামিম সহ-সভাপতি তৌহিদুল হাসান মৃদুল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবতা সমাজ কল্যাণ সংস্থা সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

