
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীককে জয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন বিএনপির প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন ও মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুল্লাসহ জমিয়তে উলামায়ে ইসলাম।
অন্যদিকে একইদিনে দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদকে জয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে ফেলাফত-জামায়াত-এনসিপি।
ডাক্তার সাখাওয়াত হাসান জীবনের বাড়িতে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ ও জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুল জলীল ইউসুফীর নেতৃত্বে দুই দলের স্থানীয় নেতাকর্মীরা সভায় মিলিত হয়ে ধানের শীষ প্রতীকে ডাক্তার সাখাওয়াত হাসান জীবনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলী কলেজ মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করেন হবিগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুল্লা পন্থী নেতাকর্মীরা। বিএনপি নেতা বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশীর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা. সাখাওয়াত হাসান জীবন ও আহমেদ আলী মুকিব আব্দুল্লা।
নিজ বক্তব্যে মুকিব আব্দুল্লা বলেন, মনোনয়ন পাওয়ার জন্য জীবন সাহেব এবং আমার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিন্তু কোনো শত্রুতা ছিলনা। সেজন্য এনিয়ে কর্মীদের মধ্যে মারামারি-কাটাকাটি হয়নি। বরং কর্মীদের মূল্যায়ন বেড়েছে। দল জীবন সাহেবকে মনোনয়ন দিয়েছে। এখন দলের স্বার্থে তাঁকে নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মুনাফেকি করা যাবেনা। ডাক্তার জীবন তাঁর বক্তব্যে বলেন, আমরা ধানের শীষ প্রতীকের বাহক মাত্র। আজ আমি আরেকদিন অন্য কেউ হয়তো এর বাহক হবে। ধানের শীষ প্রতীককে জয়ী করে বিএনপি ও তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ওয়ার্ড এবং সেন্টার ভিত্তিক কাজ করতে হবে।
এভাবেই গতকাল সারাদিনে জীবন-মুকিত ও জমিয়ত ধানের শীষের পক্ষে একাট্টা হন। অন্যদিকে বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদকে জয়ী করার লক্ষ্যে বানিয়াচং উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মুকিতের আহবানে খেলাফত মজলিস-জামায়াত-এনসিপি'র যৌথ নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এনসিপি নেতা জীবন আহমেদ লিটন ও রিয়াজ উদ্দিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা সভায় শরীফখানী গ্রামে অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণ করার কথা জানান।
উপজেলা জামায়াতের আমীর খন্দকার তালেব উদ্দিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরাও অংশগ্রহণ করার কথা জানা যায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.