
বাগেরহাটের রামপালে প্লাস্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধে শিক্ষক, ইমাম ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা মডেল মসজিদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইয়োথ ফর দ্য সুন্দরবন রামপালের সভাপতি এম, আর সিফাত।
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, বিশেষ অথিতির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপাল এর নির্বাহী সদস্য এইচ, আমিনুল হক নান্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগেরহাট জেলা রূপান্তরের সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, ইয়োথ ফর দ্যা সুন্দরবনের আহবায়ক রাসেল শেখ, সদস্য সচিব ফারুক শেখ, সদস্যরা হলেন প্রান্ত বাছাড়, কানিজ ফাতেমা, রনি ও প্রোঞ্জয় মন্ডল প্রমুখ।
কর্মশালায় সুন্দরবন কে দুষণমুক্ত করতে এবং প্লাস্টিক পলিথিনের ব্যাবহার কমিয়ে আনার জন্য নানামুখী উদ্যোগ গ্রাহন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, আমাদের নিকটে সুন্দরবন। এর জীববৈচিত্র রক্ষার দায়িত্ব আমাদের। মাইক্রো প্লাষ্টিকের ভয়াবহ দুষণে জীববৈচিত্র মারাত্মক হুমকিতে পড়েছে। মানবদেহে এর ক্ষতিকর প্রভাব পড়েছে। আমাদের আগামী প্রজন্ম রক্ষায় অবশ্যই আমাদের প্লাষ্টিক পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন হতে হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.