
নরসিংদী রায়পুরার চলাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শুটার ইকবাল ( ৩৫) ও জালাল উদ্দিনকে (৬৫) আটক করা হয়েছে।
এসময়, একাধিক বন্দুক, গুলি ও কার্তুজসহ সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে,রায়পুরা থানা প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় রায়পুরা আর্মি ক্যাম্প।
এর আগে, গতকাল বুধবার দিনব্যাপী রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে চরাঞ্চলের গোপীনাথপুর এবং বালুয়াকান্দি সহ পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ টি একনলা বন্দুক, ২ টি দেশীয় ওয়ান শুটার গান, মোট ৯ টি কার্তুজ, ৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৩ টি দেশীয় বল্লম ও ১ টি বুলেটপ্রুফ জেকেট সহ বন্দুকের কভার, কাগজপত্র মানিব্যাগ চাপাতি ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয় ।
পুলিশ ও সেনাবাহিনী বলছে, সন্ত্রাসী ইকবালের বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা সহ সর্বমোট ১১ টি মামলা আছে।
এছাড়া, জালাল উদ্দিনের বিরুদ্ধে ২ টি হত্যা মামলাসহ মোট ৪ টি মামলা রয়েছে । বর্তমানে চরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী আটকের বিষয়ে আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
প্রসঙ্গত, সম্প্রতি রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক খুন সহ ঘটেছে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.