হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সবকিছু ঠিকঠাক থাকলে আগামি ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক আর মাত্র ৩২ দিন রয়েছে নির্বাচনের। ইতোমধ্যে ঘোষিত তফসীল মোতাবেক নির্বাচনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই সাথে চলছে প্রচার-প্রচারাণা। ২৯ গাইবান্ধা-১ আসনটি শুধুমাত্র সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। 

ঘোষিত তফসিল মোতাবেক বাছাই শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনটি ৬ জন প্রার্থী বৈধ হয়েছেন। তারা হলেন -খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), পরমানন্দ দাস (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল), মো. কাওছর আজম হান্নু (আমজনতার দল), মো. মাজেদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. শরিফুল ইসলাম (এলডিপি) ও শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পাটি)। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, তারা হলেন মোছা. ছালমা আক্তার (স্বতন্ত্র), মো. মোস্তফা মহসিন সরদার (স্বতন্ত্র), মো. মাহফুজুল হক সরদার ( জাতীয় পাটি) ও মো. রমজান আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান। এর পর রয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। জাতীয় পাটির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে এখনো মাঠে দেখা যায়নি। 

বিগত দিনের নির্বাচনের হালচিত্র তুলে ধরলে দেখা যায় ১৯৭৩ সালে এই আসন থেকে নির্বাচিত হয়েছিল আওয়ামীলীগ। ১৯৭৯ সালে আইডিয়াল নির্বাচিত হন। এরপর ১৯৮৬ হতে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় পাটির হাফিজুর রহমান এবং মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা এমপি ছিলেন। ২০০১ সালে জামায়াতের আব্দুল আজিজ সাংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালে ফের জাতীয় পাটির আব্দুল কাদের খান এমপি হন। ২০১৪ সালে আওয়ামীলীগের মঞ্জুরুল ইসলাম লিটন এমপি নির্বাচিত হলে, ২০১৬ সালে তিনি মৃত্যু বরণ করেন। ২০১৭ সালে উপ-নির্বাচনে আওয়ামীলীগের গোলাম মোস্তফা আহমেদ এমপি নির্বাচিত হন। তিনি মৃত্যুর পর উপ-নির্বাচনে ২০১৮ সালে জাতীয় পাটির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংসদ নির্বাচিত হন। এর পরবর্তীতে ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জাতীয় পাটির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটির মোট ভোট সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৩ জন, মহিলা ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৫ জন, এবং হিজড়া ভোটার ৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৩টি। মোট কক্ষের সংখ্যা ৭৭৩টি।