নিউজ ডেস্ক
হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিতের কথা জানায় বিএনপি।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে।

