
মাহমুদুল হাসান
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ সতেরো বছর একটি ফেসিস্ট স্বৈরাচার জালিম খুনী মাফিয়া দানবীয় ও একটি অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের জীবনে অন্যায়-অত্যাচার,গুম-খুন অনেক নির্যাতন শিকার করতে হয়েছে।
সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। বেগম খালেদার জিয়ার বিরুদ্ধে বিনা কারণে মামলা দিয়ে তাকে সাজা দেয়া হয়েছে বিনা চিকিৎসায় মারার জন্য চেষ্টা করা হয়েছে। তিনি কখনো অন্যায়ের কাছে আপোস হননি।
তারেক রহমান যেন বাংলাদেশে না আসতে পারে এজন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে এবং ব্যক্তব্য মিডিয়াতে প্রচারণা বন্ধ করে দেয়া হয়েছে।তাকে ফাঁসি দেয়ার জন্য তার বিরুদ্ধে ১২৫ টি মিথ্যা মামলা দেয়া হয়েছে।
আজ রবিবার বিকেলে নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া নার্সারি মাঠ প্রাঙ্গনে চিনিশপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,শেখ হাসিনা সরকার অন্যায়-অত্যাচার,লুটপাট, হামলা-মামলা, গুম-খুন এবং দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশকে খাদের ধার প্রান্তে দাঁড়া করিয়ে দিয়েছে।
একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে জনগণকে বিভ্রান্তি করছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। জনগণকে সতর্ক থাকতে হবে।
চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আল মামুন মুন্সির সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচবি খাইরুল কবির খোকন,বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক এমপি এডভোকেট শিরিন সুলতানা, আহ্বায়ক চিনিশপুর ইউনিয়ন বিএনপি আওলাদ হোসেন মোল্লা, সদস্য সচিব চিনিশপুর ইউনিয়ন বিএনপি মোঃ রফিকুল ইসলাম সরকারসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

