অরবিন্দ পোদ্দার
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সরকারি নলছিটি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাতের দিকে নলছিটি পৌর এলাকার বৈচন্ডি গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের একটি ত্রুটি সারানোর সময় হঠাৎ বিদ্যুতায়িত হন নাজমুল। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল ওই গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকাবাসী ঘরোয়া বৈদ্যুতিক কাজের সময় বাড়তি সতর্কতার দাবি জানিয়েছেন।

