নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কী করবেন, সে বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। নির্বাচন-পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি নির্দিষ্ট খাতে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকের সময় এসব পরিকল্পনার কথা জানান ড. ইউনূস।

পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে নির্বাচন শেষে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানতে চান। জবাবে তিনি বলেন, ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং থ্রি জিরো উদ্যোগ—এই তিনটি ক্ষেত্রে তিনি কাজ অব্যাহত রাখবেন।

ড. ইউনূস জানান, ডিজিটাল হেলথকেয়ার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে দেশে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করা হবে।