
নরসিংদীর শিবপুর উপজেলার মধ্য কারারচর এলাকা থেকে সুমন মিয়া (৩৫–৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে সুমন মিয়া ব্যক্তিগত কাজে একটি ব্যাগ (বিবাটেক) সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সুমন মিয়ার বাবার নাম শামসুল হক। তার গায়ের রং কালচে শ্যামবর্ণ। নিখোঁজের সময় তার পরনে ছিল খয়েরি রঙের জ্যাকেট।
তার বাড়ি মধ্য কারারচর, থানা শিবপুর, জেলা নরসিংদী।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন অথবা কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে ০১৭৭০-০৬০৬২১ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.