
ওমর ফারুক
দূর্গম চরাঞ্চলে জনসাধারণের জীবনের মান উন্নয়নে জনপ্রতিনিধিদের অবস্থান শুন্যের কোটায় হলেও নরসিংদী সদরের মাধবদী থানার আওতাধীন চরদিঘলদী ইউনিয়নের কাবিখা-কাবিটা ও টিআর প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কার্যক্রম স্থানীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনদুর্ভোগ লাঘবে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কাবিখা/কাবিটা ও টিআর প্রকল্পের মাধ্যমে রাস্তা সংস্কার ও মাটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমির পানি নিষ্কাশন সহজ হচ্ছে, অন্যদিকে স্থানীয় মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।
উপরোল্লিখিত প্রকল্পের আওতায় বাস্তবায়িত উন্নয়ন কাজগুলো ইউনিয়নের সার্বিক অবকাঠামোকে আরও সুসংহত করছে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে স্বল্প আয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় জীবনমানেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে যেসব এলাকায় চলাচল কষ্টসাধ্য ছিল, এখন সেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। নতুন রাস্তা নির্মাণের ফলে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তারা এই উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ব্যাপারে নরসিংদী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম (শোভন) বলেন, পিছিয়ে পড়া চরাঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের নির্দেশনায় কাজের সার্বিক পরিমাণ ও গুণগতমান বজায় রেখে ২০২৫-২০২৬ অর্থ বছরের (১ম পর্যায়) চরদিঘলদী ইউনিয়নে কাবিখা’র-২ টি, কাবিটা’র-৫টি ও টিআরের-১০ টিসহ মোট-১৭ টি প্রকল্প দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে প্রায় ৫০ লক্ষ টাকায় বাস্তবায়নের শেষ পর্যায়। সামনে চলতি অর্থ বছরে (২য় পর্যায়) আরো চাহিদানুপাতে উন্নয়নের কার্যক্রম অব্যাহত থাকবে।
চরদিঘলদী ইউনিয়নে কাবিখা ও টিআর প্রকল্পের সফল বাস্তবায়ন স্থানীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

