নুরুল কবির
সাতকানিয়া বাজালিয়া পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, ফেলে যাওয়া এসকেভেটর অকেজো সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় পাহাড় কর্তনের বিরুদ্ধে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি এস্কেভেটর অকেজো করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। অভিযানে ঘটনাস্থলে পাহাড় কাটার সুস্পষ্ট আলামত পাওয়া গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা একটি এস্কেভেটর রেখে পালিয়ে যায় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলে থাকা এস্কেভেটরটি অকেজো করে দেওয়া হয়, যাতে পুনরায় পাহাড় বা কৃষিজমির মাটি কাটার কাজে ব্যবহার করা না যায়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পাহাড় কাটা ও কৃষিজমির মাটি কর্তন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, পাহাড় কাটা ও অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে প্রশাসন কোনোভাবেই ছাড় দেবে না।

