
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় সড়ক দুর্ঘটনায় কাবিল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় তার আপন ছোট ভাই হাতেম মিয়া গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে পৌরসভার মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কাবিল হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের বাসিন্দা এবং নজির হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই ভাই যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা অবৈধ একটি ট্র্যাক্টর (কাঁকড়া) তাদের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই কাবিল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত দুই ভাইকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাবিল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত হাতেম মিয়াকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় জড়িত ট্র্যাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ট্র্যাক্টরটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত ট্র্যাক্টরটি উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের মমিনুল ইসলাম বসুনিয়ার মালিকানাধীন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে তা পরিবারের নিকট হস্তান্তর করেছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় ব্যবহৃত ট্র্যাক্টরটি থানায় আটক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, অবৈধ ও নিয়ন্ত্রণহীন ট্র্যাক্টর চলাচলের কারণে সুন্দরগঞ্জ উপজেলায় প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। স্থানীয়রা দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.