
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আসন্ন রাজনৈতিক রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে দলটির ইশতেহার বিষয়ক উপকমিটি। সেই উপকমিটিতে নরসিংদীর সন্তান আবদুল্লাহ আল ফয়সালের অন্তর্ভুক্তি শুধু একটি সাংগঠনিক সিদ্ধান্ত নয়; বরং দলটির ভবিষ্যৎ রাজনীতিতে তরুণ নেতৃত্ব ও নীতি-ভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দেওয়ার স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় সূত্র মতে, এনসিপির ইশতেহার প্রণয়ন প্রক্রিয়ায় অর্থনীতি, সুশাসন, নাগরিক অধিকার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং তরুণদের কর্মসংস্থান—এই বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে। এসব খাতে গবেষণাধর্মী প্রস্তাব ও বাস্তবসম্মত নীতিপত্র তৈরির লক্ষ্যেই উপকমিটিতে তরুণ ও চিন্তাশীল সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
আবদুল্লাহ আল ফয়সাল এর আগে বিভিন্ন নীতি-সংলাপ, নাগরিক প্ল্যাটফর্ম ও রাজনৈতিক ফোরামে সক্রিয় থেকে রাষ্ট্র সংস্কার, জবাবদিহিমূলক প্রশাসন এবং রাজনৈতিক স্বচ্ছতার বিষয়ে তার অবস্থান তুলে ধরেছেন। সংশ্লিষ্ট মহলের মতে, এসব অভিজ্ঞতাই তাকে ইশতেহার প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কাজে উপযুক্ত করে তুলেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে কেন্দ্রভিত্তিক রাজনীতির বাইরে থাকা জেলা পর্যায়ের তরুণ প্রতিনিধিদের জাতীয় নীতিনির্ধারণে যুক্ত করা এনসিপির একটি কৌশলগত অবস্থান।
এতে একদিকে যেমন মাঠপর্যায়ের বাস্তবতা ইশতেহারে প্রতিফলিত হবে, অন্যদিকে দলটির ‘বিকল্প রাজনৈতিক শক্তি’ হওয়ার প্রচেষ্টাও জোরালো হবে।এ বিষয়ে আবদুল্লাহ আল ফয়সাল বলেন,“একটি রাজনৈতিক ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতির তালিকা নয়; এটি হওয়া উচিত রাষ্ট্র পরিচালনার নৈতিক ও কাঠামোগত দিকনির্দেশনা।
নাগরিক অধিকার, তরুণদের ভবিষ্যৎ এবং স্থানীয় সরকারের ক্ষমতায়ন—এই বিষয়গুলো ইশতেহারে বাস্তবভিত্তিকভাবে অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য।”নরসিংদীর রাজনৈতিক ও সুশীল সমাজ মনে করছে, আবদুল্লাহ আল ফয়সালের এই দায়িত্বপ্রাপ্তি জেলার তরুণ সমাজকে জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় হতে অনুপ্রাণিত করবে।
একইসঙ্গে এটি প্রমাণ করে যে, জেলার বাইরে নয়—নরসিংদী থেকেও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণে অবদান রাখার সুযোগ তৈরি হচ্ছে।বিশ্লেষকদের ধারণা, এনসিপির ইশতেহার প্রকাশের পরই স্পষ্ট হবে—এই উপকমিটির কাজ দলটির রাজনৈতিক দর্শন ও নির্বাচনী কৌশলে কতটা প্রভাব ফেলতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, নরসিংদীর আবদুল্লাহ আল ফয়সাল সদর উপজেলা মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামের একটি বনেদি পরিবারের সন্তান। জুলাই আন্দোলনে তার ভুমিকা ছিল অনুস্বীকার্য্য। তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও নরসিংদী সদর উপজেলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তিনি মনোনয়ন পত্র উহ্য করে নেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.