
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নং ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন দলটির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম। বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
মাহাবুব আলম জানান, অফিসে থাকা ব্যানার, ফেস্টুন, আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে। ঘটনার পর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এনসিপি কর্তৃপক্ষ বিষয়টিকে রাজনৈতিক কোনো ইস্যু হিসেবে দেখছে না।
দলের মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম জানান, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে তাদের সাংগঠনিক অফিসের পাশে এই গুলিবর্ষণ হয়েছে। এটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ব্যক্তিগত বা সরাসরি কোনো নির্বাচনী অফিস ছিল না। প্রাথমিক তদন্তে এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেই মনে করছে দলটি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও একই মত প্রকাশ করে জানিয়েছেন, এই গুলিবর্ষণের সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.