সম্পাদক

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার একটি মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন বিএনপি একটি অবৈধ দল, অবৈধভাবেই তাদের জন্ম হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের আগে সবসময় পরিস্থিতি ঘোলাটে করতে চায়। তারা চেষ্টা করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়।

দীপু মনি বলেন, বিদ্রোহী প্রার্থী ও যাদের ক্ষমা করা হয়েছে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে কি না, তা মনোনয়ন বোর্ড ঠিক করবে।