সম্পাদক

স্টাফ রিপোর্টারঃ

টঙ্গীতে সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নবীন বরন পুরুষ্কার বিতরন,সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সভাপতিত্বে এবং অধ্যক্ষ আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেনের পরিচলনায় অনুষ্ঠিত হয়েছে। নবীন বরন ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, সাবেক কাউন্সিলার আবুল হোসেন শিবু, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার,টঙ্গীস্হ বৃহত্তর ফরিদপুর জন কল্যাণ সমিতির সভাপতি কে এম শাহ আলম,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিৎ কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি আসাদুজ্জামান কবির, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ সহকারী প্রধান শিক্ষক সহিদুর ইসলাম সহিদ,সিনিয়র শিক্ষক আনিসুল রহমান, আভিবাবক সদস্য জাহাঙ্গীর আলম, মাকছুদুর রহমান, মোহন মিয়া, পার্থ মজুমদার, সায়মা আক্তার, আলাউদ্দিন মিয়া,মাহমুদুল রহমান, দিলরুবা ফেরদৌসি, মহানগর ছাত্র লীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু,টঙ্গী সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি মোঃ সেলিম খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিশির,শাহজাদা সেলিম লিটন প্রমুখ।

আলোচনা সভা শেষে নবীন বরন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরন সাংস্কৃতিক অনুষ্ঠান দেশের প্রখ্যাত শিল্পী শারমিন দিপ,দিপা,তারেক,মুকুল, তাজকিয়া,তারিন, অংকন ও অথির পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।