সম্পাদক

নিউজ ডেস্কঃ

অস্কারে এবার সেরা ছবি হয়েছে ‘এভরিথিংএভরিহোয়্যার অল অ্য়াট ওয়ান্স’। এই সিনেমার জন্য সেরা নির্দেশক হয়েছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট। সেরা মৌলিক চুিত্রনাট্যর জন্য অস্কার পেয়েছেন এই সিনেমার চিত্রনাট্যকার ড্য়ানিয়েল কোমার্ট ও ড্যানিয়েল শাইনার্ট। পুরুষ ও নারী সেরা পার্শ্বচরিত্র এসেছে এই সিনেমা থেকে। এবার অস্কার মাতিয়েছে  এভরিথিং এভরিহোয়্য়ার অল অ্য়াট ওয়ান্স। ইউক্রেন যুদ্ধের পটভূমিকায় সেরা পূর্ণদৈর্ঘ্য়ের তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে নাভালনি। 

২০২৩ সালের অস্কারের তালিকা:

সেরা চলচ্চিত্র হয়েছে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স। সেরা নির্দেশক হয়েছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)। সেরা অভিনেতা হয়েছেন ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)। সেরা অভিনেত্রী  হয়েছেন মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।

সেরা পার্শ্বচরিত্র (পুরুষ) হয়েছেন কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।  সেরা পার্শ্বচরিত্র (নারী) হয়েছেন  জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)। সেরা মৌলিক চিত্রনাট্যর জন্য অস্কার পেয়েছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

কাহিনীর থেকে সেরা চিত্রায়নের জন্য অস্কার পেয়েছেন সারা পলি (উইমেন টকিং)। সেরা চিত্রগ্রহণের জন্য অস্কার পেয়েছেন জেমস ফ্রেন্ড (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, জার্মানি), সেরা শব্দ পরিকল্পনার জন্য টপ গান (ম্যাভেরিক), সেরা সম্পাদনার জন্য পল রজার্স (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।  সেরা গান হয়েছে
নাটু নাটু (আরআরআর)। সেরা আবহসংগীত হয়েছেভলকার বেয়ারতেলমান (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, জার্মানি)।সেরা বিদেশি ছবির পুরস্কার পেয়েছে, অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)সেরা পূর্ণদৈর্ঘ্যের অ্যানিমেশনের জন্য অস্কার জিতেছেন গিলেরমো দেল তোরো’র পিনোক্কিয়ো । সেরা পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্র হয়েছে নাভালনি।