ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
নড়াইলের কালিয়া উপজেলায় প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে পুলিশ। পরে তাদের জেল-জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার চাঁচুড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের মিজানুর রহমানের কন্যা বিলকিস খানম (২১) এবং সাতবাড়িয়া গ্রামের মোজাফফর ফারাজীর ছেলে প্রবাসী লিপন ফারাজীকে (২৬) মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে নিজ এলাকায় ডেকে এনে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সময় তাদের আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরিন বলেন, রিপন ফরাজীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং বিলকিস খানমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন বিকেলে তাদের দুজনকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

