ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
গতকাল ১৭ই মার্চ শুক্রবার ২০২৩ শরীয়তপুর ডামুড্যা উপজেলা জাতির জনক শেখ মজিবুর রহমান এর ১০৩ তম জম্মবার্ষিকী উপলক্ষে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার জনাব, হাসিবা খানের সভাপতিত্ব আয়োজন করা হয় বানিজ্য মন্ত্রানালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই- কমাস এসোসিয়েশন বাংলাদেশ ( ই-ক্যাব) সমন্বিত উদ্যেগে “ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপো ২০২৩” অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের মাননীয় বানিজ্য মন্ত্রী জনাব ,টিপু মুনশি,
এ সময় তিনি বলেন বাংলাদেশ একটি স্মার্ট
বাংলাদেশে রুপান্তর হয়েছে দেশ কে হাতের মুঠোয় করতে ডিজিটাল পল্লী মেলা আয়োজন করা হয় । বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সমগ্র বাংলাদেশ শিক্ষিত ,উন্নত এক সমবৃদ্ধিশালী একটি দেশ তৈরী হবে সেই লক্ষে প্রধান মন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ১৪ বছর ধরে কাজ করে যাচ্ছেন
আমাদের মিশন ২০৪১ সাল পর্যন্ত সারা বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ গড়রার।
তিনি আরও বলেন পবিত্র রমজান মাসে কোন পন্যের দাম বাড়বে না বা বাড়ানোর কোন প্রয়োজন নেই দেশে প্রর্যাপ্ত পরিমানের খাদ্য মজুত রয়েছে, কোন অসাধু ব্যবসায়ী যদি কোন পন্যের দাম বৃদ্ধি করে তাদের বিরোধে আইনের ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর -৩ এর রুপকার জনাব ,আলহাজ্ব নাহিম রাজ্জাক (এমপি) তিনি বক্তব্য প্রধান করেন ,
ই -ক্যাব সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল । ই-লার্নিং এ্যান্ড আর্নিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।
দারাজ বাংলাদেশ ব্যবস্থাপনার পরিচালক মোস্তহিদল হক। ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীণ রেজা। শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান ,প্রধান মন্ত্রীর কার্য্যলয়ের (এসডিজি বিষয়ক )মুখ্য সমন্বয়ক আখতার হোসেন , ডামুড্যা উপজেলা চেয়ারম্যান জনাব,আলমগীর হোসেন মাঝী,ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার জনাব,হাসিবা খান,
ডামুড্যা উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব,আব্দুর রসিদ গোলন্দাজ ,
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ জনাব,শরিফুল আলম ,
মহিলা ভাইস চেয়ার ম্যান খাদিজা বেগম লাভলী,সাধারন সম্পাদক জনাব,আব্দুর রহমান বাবলু শিকদার সহ ডামুড্যা উপজেলার ৭ ইউপি চেয়ারম্যান প্রমূখ।

