ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ফরিদপুর আশ্রায়ন-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন ১২৫ টি পরিবারের মধ্যে জমি গৃহ হস্তান্তর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে ভূমিহীন-গৃহহীন ১২৫ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আজ সকাল সাড়ে দশটায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও উপকারভোগীগণপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর হস্তান্তর করেন। পাশাপাশি ৭ জেলার সব উপজেলাসহ সারাদেশর ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন জেলা হিসেবে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী সরকারি গণভবন থেকে সারাদেশে একযোগে চতুর্থ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবুলিয়ত জমির খতিয়ান, গৃহপ্রদান সহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।