ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
আলিপুরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় এ বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির ।
বিশেষ অতিথি ছিলেন ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস মাসুমা বেগম।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে পরবর্তী পর্বে কোরআন তেলাওয়াত , রচনা প্রতিযোগিতা এবং হামদ নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষিকা তাপসী নাগ, সহকারী শিক্ষকা সাবিনা ইয়াসমিন, দোলা সাহা, লিজন সিকদার, হায়দার হোসেন , কৌশিক চক্রবর্তী, রামিশা বেগম, মাহমুদা সুলতানা, সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস শামসুন্নাহার।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

