ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

ফেনীর দাগনভূঞায় ২৫ শে মার্চ গণহত্যা
দিবস পালন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিন মুন্সি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম, উপজেলা শিক্ষা অফিসার আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার হায়দার,প্রেসক্লাব সভাপতি নুরুল আলম খাঁন,মুক্তিযোদ্ধা পেয়ার আহম্মদ,করিম উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কামরুন নাহার ডালিয়া,দাগনভূঞা একাডেমীর ছাত্র ইস্রাফিল ফাহাদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, জন প্রতিনিধি রাজনৈতিক ব্যাক্তি বর্গ, সাংবাদিক,সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনূষ্ঠানে বক্তারা ২৫শে মার্চ পাকিস্থানী হানাদার বাহিনির বর্বোরচিত হামলার নিন্দা জানান এবং সে দিন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে মুক্তিযুদ্ধের চেতনায় তরুন প্রজম্মকে গড়ে ওঠার আহবান জানানো হয়।