সম্পাদক

নিউজ ডেস্কঃ

দুবাইয়ে একটি বহুতল বাড়িতে আগুন লেগে ১৬ জনের মৃত্যু। তার মধ্যে চার ভারতীয় ও তিন পাকিস্তানি।

পুরনো দুবাইয়ের আল রস এলাকায় একটি বাড়ির পাঁচতলায় আগুন লাগে। শনিবার গভীর রাতে লাগা এই আগুনে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে কেরালায় এক দম্পতি-সহ চারজন ভারতীয়। বাকি দুইজন তামিলনাড়ুর মানুষ। মৃতদের মধ্যে তিনজন পাকিস্তানিও আছেন।

আগুন অন্য বাড়িতেও ছড়িয়ে পড়ে। দুবাইয়ের সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে একটা দল ঘটনাস্থলে যায়। তারা আবাসিকদের অন্যত্র সরিয়ে নিয়ে যায়। দুইটি জায়গা থেকে দমকলের দল গিয়ে আগুন আয়ত্ত্বে আনে। রাত প্রায় তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

দুবাইয়ের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সমাজকর্মী নাসির বতনপল্লি দুবাই পুলিশের মর্গে ছিলেন। তিনিই ভারতীয় দূতাবাস ও দুবাই কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করছিলেন। তিনিই ভারতীয়দের চিহ্নিত করার কাজে সাহায্য করেন।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাড়িতে আগুন নেভানোর জন্য ন্যূনতম পরিকাঠামো ছিল না। আগুনের কারণ জানার জন্য প্রশাসন এখন বিস্তারিত তদন্ত করছে।