সম্পাদক

কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের গোয়ারা গ্রামে আজ ২২শে এপ্রিল শনিবার সকালে পূর্ব বিরোধের জের হিসাবে ইব্রাহিম মিয়া (২২) নামক এক যুবক কে ঈদের নামাজ থেকে ফেরার পথে প্রতিপক্ষ ধনু তালুকদারের লোকজন তাকে এলোপাতারি মারপিট শুরু করে। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত ইব্রাহিম রায়টুটি ইউনিয়নের নুর ইসলামের পুত্র। ঘটনার সংবাদ পেয়ে ইটনা থানা পুলিশ ঘটনা স্থলে যান। জানা যায়, ঘটনার দিন সকালে ইব্রাহিম ঈদের নামাজ শেষ করে একই গ্রামে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় পথে ধনু তালুকদারের লোকজন তাকে আটক করে মারপিট শুরু করে।

এসময় শ্বশুর বাড়ির লোকজন তাকে রক্ষা করে নীজ বাড়িতে পাটিয়ে দেয়।পুনরায় সে গোয়ারা হাটির মসজিদের পাশে রাস্তায় আসা মাএই প্রতি পক্ষ ধনু তালুকদারের লোকজন বল্লম দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তার শ্বশুর রফিকুল ইসলাম জানান, তারা দু,পক্ষই ঢাকায় বসবাস করত।সেখানে ক্যারাম বোর্ড খেলা কে কেন্দ্র করে একটি ঘটন ঘটে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করেন। এই ঘটনার জের ধরেই ইব্রাহিমকে হত্যা করা হয়েছে। ইটনা থানার ওসি মোল্লা কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।