সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় মাছবাহী পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। নিহত দুজন অটোরিকশার যাত্রী। আর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুজন হলেন- বারহাট্টার মনাষ গ্রামের হারাধন দাস (৪০) ও সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমেশ সরকার (৪২)। আর আহত দুই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে কান্দুলিয়া এলাকায় নেত্রকোণাগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হারাধন দাস নিহত হন। আহত হন তিনজন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রমেশ সরকারকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক বলেন, পিকআপ ও চালককে আটক করা হয়েছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

