সম্পাদক

স্টাফ রিপোর্টারঃ

পি‌রোজপু‌রের না‌জিরপু‌র সদর ইউ‌নিয় পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার ২৬ এ‌প্রিল ও বৃহস্প‌তিবার ২৭ এ‌প্রিল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
তারা হলেন-বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম,রাসেল শিকদার স্বতন্ত্র, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি ও মাঠিভাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুর রহমান খান টুবুল,ইসলামী আন্দোলন বাংলাদেশ নাজিরপুর উপজেলা শাখা’র সভাপতি মুহাম্মদ এযায খান, সতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, ও সতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী শিকদার।

উ‌ল্লেখ‌্য না‌জিরপুর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান মাষ্টার অমূল‌্য রঞ্জন হালদার মৃত‌্যুবরণ করায় ১৬ ই মার্চ না‌জিরপুর উপ‌জেলা প‌রিষদের উপ‌নির্বাচ‌নে না‌জিরপুর সদর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মোশা‌রেফ হো‌সেন খান বিনাপ্রতিদ্ব‌ন্দিতায় নির্বা‌চিত হওয়ায় পদ‌টি শূন‌্য হয়।

এ বিষ‌য়ে না‌জিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহীন শরীফ বিষয়টি নিশ্চিত করে ব‌লেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি অবাদ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন আমাদের সকলের কাম্য তিনি প্রার্থীদের সামনে সাংবাদিকদের উপস্থিতিতে আরও বলেন বহিরাগতদের উপস্থিতি ও আচরনবিধী লঙ্ঘন কোন ভাবেই বর্ধাস্ত করা হবেনা ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে, প্রতীক বরাদ্দ হবে ৯ মে এবং আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম-এ।