সম্পাদক

স্টাফ রিপোর্টারঃ

খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে এক নারীকে হাতেনাতে গাঁজা সহ গ্রেফতার করেছেন।

জানা যায় পাইকগাছা থানার অফিসার এ এসআই নাসির উদ্দীন গোপন সংবাদে ভিত্তিতে ওসি মোঃ রফিকুল ইসলামের দিক নির্দেশনা বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৮’শ গ্রাম গাঁজাসহ হাজেরা বিবি (৫০) কে গ্রেফতার করেন।

সে খুলনা জেলার কয়রা উপজেলার ভাগবা গ্রামের মো: মকবুল হোসেন সরদারের স্ত্রী। গত শনিবার ২০ মে ২০২৩ এর রাতে পাইকগাছায় তার ঠিক করা খরিদ্দারের কাছে গাঁজা পৌঁছে দিতে আস ছিলো। যখন কয়রা সীমান্ত অতিক্রম করে পাইকগাছার সীমান্ত এলাকা মৌখালী পৌঁছালে সুকৌশলে ধরেফেলে হাজেরা বিবিকে।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে ওই গাঁজা উদ্ধার করেন । তাকে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় তার নামে মামলা হয়েছে।