সম্পাদক

মঞ্জুরুল আলম, নরসিংদী প্রতিনিধি :

উকিল আর সাংবাদিক সস্তায় পাওয়া যায় বলে মন্তব্য করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। সোমবার (২৩ মে) সকালে ভূমি সপ্তাহ-২০২৩ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে তিনি এ কথা বলেন।

সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় ভূমি সপ্তাহ-২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকি প্রধান অতিথি হয়ে তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস সাংবাদিকবৃন্দ এবং ভূমি সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন।

তার এ বেফাঁস বক্তব্যে উপস্থিত অতিথিদের মাঝে আলোচনার ঝড় বইতে থাকে এবং সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়, পরে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, পেশাজীবি ও সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা তার এই বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।