সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলা এর রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিউটি পারভিন বিনা কারণে ওই স্কুলের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী উর্মিলা আক্তার কারিমাকে টিসি ধরিয়ে দেন বলে অভিযোগ করেন মেয়েটির বাবা রবিউল শিকদার।
মেয়েটির বাবা রবিউল শিকদারতিনি বলেন বিদ্যালয়ের নির্ধারিত প্রতিমাসে বিদ্যুৎ বিল- ৬০ টাকা করে দিতে হয়, তিনি আর্থিক অভাব অনটনের ভিতর থাকায় এই মাসে তিনি বিদ্যুৎ বিল বাবদ ৫০ টাকা স্কুলে প্রদান করেন বাকি ১০ টাকা তিনি দিতে রাজি না হওয়ায় আজ বুধবার ২৪শে – মে ২০২৩ এর সকালে কিছু না বলেই মেয়েটির হাতে টিসি ধরিয়ে দেন।
রবিউল শিকদার আরো জানান তার মেয়ে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।
এছাড়া ও তিনি জানতে চান, আলাদাভাবে কোন স্কুলে বিদ্যুৎ বিলের জন্য টাকা ধার্য করা আছে কি না ?
একই গ্রামের বাসিন্দা রফিক শেখ এর মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী লামিয়া খাতুন কেও টিসি ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোকারম হোসেন এর কাছে জানতে চাওয়ায় তিনি বিভিন্ন রকম মিথ্যা দিয়ে বিষয়টি ধামাচেপে যাওয়ার চেষ্টা করেন।
তাছাড়া জানা যায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিউটি পারভীনের স্বামী আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।
রবিউল শিকদার নিরুপায় হয়ে রুপসা উপজেলা শিক্ষা অধিদপ্তরে হাজির হয়ে শিক্ষা অফিসার বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক প্রধান শিক্ষককে ফোন দিয়ে ছাত্রীকে পুনরায় বহাল এর নির্দেশ প্রদান করেন।

