ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় কবি কাজী জরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫মে) বেলা তিনটায় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান।
নজরুল জন্মজয়ন্তি উদযাপন কমিটির আহবায়ক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জামিল হোসেন, ইংরেজি বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম বাংলা বিভাগের প্রভাষক শরিফুজ্জামান হাবিব, শারিরিক শিক্ষা বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম।প্রমুখ।
অনুষ্ঠান চলাকালে নজরুলের কবিতা আবৃত্তি নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং আবৃত্তিকার জহিরুল ইসলাম শেলী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ।
মোঃ রেজাউল করিম
বিশেষ প্রতিনিধি।

