সম্পাদক

মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভােলায় একটি মসজিদে চেতনানাশক মেশানোা খাবার খাইয়ে তাবলিগ জামাতের ১৫ মুসল্লিকে অচেতন করে টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২ জুন) সকালে এদের মধ্যে গুরুতর অসুস্থ ১৩ জনকে ভােলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল কাদের নামের এক মুসল্লি জানান, দিনাজপুর, ফরিদপুর, কুমিল্লা ও বগুড়া থেকে ১৫ জন মুসল্লি গত বুধবার রাতে ভােলার একটি মসজিদে অবস্থান নেন। পরে দুপুরে তারা ভালা সদর উপজেলার ভেদুরিয়া গ্রামের ফয়জুল রহমান মাস্টার বাড়ি জামে মসজিদে অবস্থান নেন। সেখানে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন।

শুক্রবার ভােরের ওই মসজিদের ইমাম-মুয়াজ্জিন নামাজ পড়ার জন্য তাদের ডাকলেও গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তারা। পরে তাদের মধ্যে দুজন কিছুটা সুস্থ হলে তাদের সহযোগিতায় সবাইকে হাসপাতালে নেওয়া হয়। তাদের দাবি খাবারের সঙ্গে‌ চেতনানাশক খাইয়ে প্রায় এক লাখ টাকা নিয়ে গেছে।

ভােলা মডেল থানার ওসি (তদন্ত) মাে. আব্দুল আল মামুন জানান, পুলিশের একটি টিম হাসপাতাল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।