ওমর ফারুক

মো: আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে একাধিক অভিযানে মাদক মামলা ও ওরেন্টের আসামি সহ ৮ জন আসামিকে গ্রেফতার

করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে বেলকুচি থানা পুলিশ। সোমবার দিনব্যাপি অভিযান চালিয়ে উপজেলার চালা সাত রাস্তা পূর্ব পাড়া আব্দুল হাই এর ছেলে শাহ আলম, চালা কলেজ পাড়া গ্রামের মৃত আজিজুর করা হয়। রহমানের ছেলে আবু সালেহ ওরফে নূরনবী, চালা অফিস পাড়া গ্রামের মৃত বৈদ্যনাথ কর্মকারের ছেলে সঞ্জয় কুমার কর্মকার, দেলুয়া দক্ষিণ পাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোহাম্মাদ আলী, চক মোকিমপুর গ্রামের মৃত বুদ্দু

প্রামাণিকের স্ত্রী সুলতানা পারভীন, চর নিশি বয়ড়া গ্রামের নয়ন প্রামাণিকের ছেলে মোশারফ, তেয়াসিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ফিরোজ শেখ মৃত লাল চানের ছেলে জালাল উদ্দীন কে গ্রেফতার

বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাসার জানান একাধিক অভিযানে মাদক ও ওয়ারেন্টের আসামি সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।