ওমর ফারুক

ওমর ফারুক, বার্তা সম্পাদক:

নির্মল বায়ু এবং সবুজ প্রকৃতি গড়ে তুলতে পলাশ থানা বাইকার্স ক্লাব এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠান -২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে ১৮ জুলাই মঙ্গলবার পলাশের সানেরবাড়ী উচ্চ বিদ্যালয়ে।


পলাশ উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্ভোধন করেন পলাশ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, পলাশ থানা বাইকার্স ক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ রাজন।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ এর সদস্য ও পলাশ থানা আওয়ামীলীগের সহ সভাপতি ওবায়দুল কবির মৃধা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও পলাশ থানা বাইকার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইফতি,সানের বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন গাজী, পলাশ থানা বাইকার্স ক্লাবের এডমিন আজমুল হোসেন ইমন (পলাশ), মীর বিল্লাল হোসেন প্রমূখ।


মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পলাশ থানা বাইকার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আরাফাত হোসেন সাব্বিরসহ বাইকার্স ক্লাবের সদস্যবৃন্দ।