সম্পাদক

মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

আজ বাংলাদেশের আকাশে মুহাররম মাসের চাঁদ দেখা যায় নি। তাই আগামীকাল যিলহজ্জ মাসের ৩০ তারিখ পূর্ণ হবে। নতুন হিজরি সন ১৪৪৫ এর মুহাররম মাস শুরু হবে ২০ জুলাই। ১০ মুহাররম তথা আশুরার দিবস ২৯ জুলাই শনিবার। কুরআনে চারটি মাসকে সম্মানীত ও মর্যাদাপূর্ণ হিসাবে উল্লেখ করা হয়েছে। এরমাঝে মুহাররম অন্যতম।

একে হারাম মাস বলা হয়। অন্যান্য মাসে যেমন কোনো খারাপ কাজ ও পাপকাজ নিষিদ্ধ। এই মাসে এগুলো আরো কঠোর ভাবে নিষেধ। মুহাররম মাসের ৯, ১০ ও ১১ তারিখ রোজা রাখা উত্তম (২৮-৩০ জুলাই)। আশুরার দিন (১০ মুহাররম) রোজা রাখলে আগের ও পরের ২ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এছাড়াও আমরা সকলে চেষ্টা করব মুহাররম মাসের আইয়ামে বীজের ৩ টি রোজা রাখার। এ মাসের আইয়ামে বীজের রোজা রাখতে হবে ১, ২ ও ৩ আগস্ট ২০২৩ এই তিনদিন। আল্লাহ আমাদেরকে মুহাররম মাসের মর্যাদা রক্ষা করে চলার তাওফিক দান করুন। আমীন