সম্পাদক

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: 

মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজারে বুধবার সকালে ঘাগড়া ইউনিয়ন পরিষদে ব্র্যাক ব্যাংক এজেন্টের নতুন ঘাগড়া বাজার শাখার আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্ভোধন করা হয়। সকাল ১১ টায় ঘাগড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মো: মোখলেছুর রহমান ভুঁইয়া (চেয়ারম্যান ঘাগড়া ইউনিয়ন পরিষদ)।

ঘাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মো: শাহজাহান মিয়া (ঘাগড়া মিঠামইন ব্র্যাক ব্যাংক এজেন্ট), মো: আরিফুল ইসলাম (টীম লীড,ময়মনসিংহ রিজন),মো: সাদেকুস সোবহান (ব্র্যাক অপারেশন ম্যানেজার), মো: জহিরুল ইসলাম (রিলেশন শীপ কর্মকর্তা, ব্যাংকিং ডিভিশন), মাহমুদুল হাসান( রিলেশন শীপ কর্মকর্তা), মো: রায়হান উদ্দিন (এজেন্ট রিলেশন শীপ কর্মকর্তা), ব্যাবসায়ীদের পক্ষে আলোচনায় অংশ নেয়। মো: মতিউর রহমান, মো:শফিকুল মিয়া,মো:শামীম মিয়া,ইউ,পি সদস্য মো: মাসুদ, সাবেক ইউনিয়ন সদস্য মো: আ: রৌফ মিয়া প্রমুখ।অনুষ্ঠানে ঘাগড়া ও আশেপাশের বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তি বর্গ,শিক্ষক,ব্যাবসায়ী,জন প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।