ওমর ফারুক

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভােলার বােরহানউদ্দিনে সাংসারিক বিরোধ নিয়ে স্ত্রীর সঙ্গে মনােমালিন্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে তারেক রহমান নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার
বড় মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ তার
ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

বােরহানউদ্দন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল
এ তথ্য নিশ্চিত করেছেন। তারেক ওই ওয়ার্ডেরে আবুল
কাশেমের ছেলে।

এসআই শাহাবুল জানান, বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর সঙ্গে তারেকের পারিবারিক বিরোেধ চলছিল। কোনােভাবেবই তা নিষ্পত্তি হয়নি। সােমবার মধ্যরাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতন্ডা হয়।

স্ত্রীর সঙ্গে তার মনােমালিন্য হওয়ায় রাগে ক্ষোভে ও অভিমানে বাড়ির পাশে থাকা গাছের সঙ্গে ফাস লাগিয়ে তারেক আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।