সম্পাদক

সুজন মাহমুদ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, কৃষ্ণনগর, ঝিকরগাছা মাঠ প্রাঙ্গনে বিকাল ৪টার সময় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন , যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন মহোদয়।

এসময় বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ঝিকরগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বক্তব্য প্রদান করেন নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী, ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমির হোসেন, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বক্তব্য রাখেন নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান, বক্তব্য প্রদান করেন বাকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি।

বক্তব্য প্রদান করেন মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বক্তব্য প্রদান করেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশিদ, জাতীয় শ্রমিক লীগ ঝিকরগাছা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মাহাবুর হাসান বরি, ঝিকরগাছা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাসরিন খান বিথী, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যশোর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন রেজা খোকা, ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক শামীম হোসেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, ঝিকরগাছা পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পি।

উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিফার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চ্যাটার্জি, শীমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান সরদার, গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান আমিন।

উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি ইমামুল হাসান সবুজ, সাবেক ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ নেতা ইমামুল হাবিব জগলু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহবায়ক ও পৌর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, যুগ্ম-আহবায়ক মোঃ ইকরামুল করিম সৈকত, উপজেলা ছাত্রলীগ নেতা আকিব হোসাইন, নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হেদায়েত খান, মুক্তিযুদ্ধ মঞ্চ ঝিকরগাছা উপজেলা শাখার সহ সভাপতি ফরহাদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন হোসেন, দীপু প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা।