সম্পাদক

ফিরোজ আলম পরশ,রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : 

লক্ষ্মীপুরের রামগতিতে ঐশর্যদাস জুঁই (১৬) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের সাত ঘন্টা পর ঢাকা সোনারগাঁও থানা এলাকা থেকে উদ্ধার করেছে রামগতি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১১ টায় তাকে উদ্ধার করা হয়। এঘটনায় মো. এনাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা করায় বাদীর পরিবার চরম হুমকিতে রয়েছে। 

রামগতি থানার এএসআই মো. দেলোয়ার জানান, স্কুলছাত্রী ঐশর্যদাস জুঁই চরসেকান্তর সফিক একাডেমী উচ্চবিদ্যালয়ের ছাত্রী। স্কুলের আসা যাওযার পথে  প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন পৌরসভা ছাত্রলীগনেতা এনাম। বৃহস্পতিবার ঘটনার দিন বিকেলে আলেকাজান্ডার থেকে সিএনজি যোগে চৌমুহনী নিজ বাড়িতে যাওয়ার সময়  রামদয়াল বাজার সংলগ্নে পৌঁছলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা এনামসহ তার সাঙ্গপাঙ্গরা স্কুলছাত্রীর  সিএনজি গতিরোধ করে। এসময় সিএনজি চালক জাফরকে মারধর করে পরে ঘটনাস্থল থেকে ছাত্রলীগনেতা এনাম ও তার সহযোগীরা জোরপূর্বক ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। 

এঘটনায়  শুক্রবার (৪ আগস্ট) মেয়ের মা শিখারানী দাস বাদী হয়ে রামগতি থানায় এনামসহ চারজনকে আসামী করে মামলা দায়ের করেন। এঘটনায় প্রধান আসামী এনামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। 

রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আলমগীর হোসেন জানান, স্কুলছাত্রী অপহণের সাতঘন্টা পর সোনারগাঁও  থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এঘটনায় অভিযুক্ত প্রধান আসামী  গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।