ওমর ফারুক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম এর সভাপতিত্বে স্মৃতিচারণ,আলোচনা সভা,ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পূষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মী,ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা এদেশে স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। সেই সংগ্রামের পথ ধরেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর জাতির পিতা এদেশের খেলাধুলার উন্নয়নের জন্য ব্যপক পদক্ষেপ নিয়েছিলেন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামাল ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সব সময় খেলাধুলার উন্নয়নে বিভিন্ন সংগঠন,ক্লাব ও সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা পালন করছেেন। দিবসটি উপলক্ষে বিকেলে মনোহরদী উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যেগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।