ওমর ফারুক

জাবির আহম্মেদ জিহাদ (ইসলামপুর) জামালপুল প্রতিনিধি:

২০২১-২০২২ সেশনের ২৩ ব্যাচের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় দিলেন সরকারি ইসলামপুর কলেজের প্রভাষক নাজমুল হক।

সোমবার (১৪ আগস্ট) সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিদায়ী সংবর্ধনা বিভিন্ন ধাপে সম্পন্ন হয়।অনুষ্ঠানে সরকারি ইসলামপুর কলেজ,ইসলামপুর মহিলা কলেজ এবং জে.জে.কে. স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নাজমুল হক ২০২৩ ব্যাচের এইচএসসি পরিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ভালো ফলাফল কিভাবে করা যায় সে সম্পর্কে দিক নির্দেশনা দেন।

তিনি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- তোমরা পরিক্ষা দিবে চিন্তা মুক্ত।পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যথাসময়।বেশি বেশি দোয়া করবে,মনে ভয় ভীতি রাখা যাবে না।আর অবশ্যই পরিক্ষার রুটিন সংগ্রহে রাখবে।

পরে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের প্রভাষক নাজমুল হকের পক্ষ থেকে দুপুরের লাঞ্চ করানো হয়।

বিদায়ী শিক্ষার্থীরা মঞ্জুরুল হকের জন্যে কিছু পণ্য গিফ্ট হিসেবে প্রদান করেন ।

উল্লেখ্য,আগামী ১৭ আগস্ট সারাদেশব্যাপি এইচএসসি পরিক্ষা ।দেশের বিভিন্ন জায়গায় ৫০ মার্কে পরিক্ষা এবং পেছানোর দাবিতে আন্দোলন চলছে।