ওমর ফারুক

শাওন আহমেদ সা’দ, মাধবদী ( নরসিংদী)প্রতিনিধি:

রয়েল টবাক্কো গ্রুপের উৎপাদিত “পলো” সিগারেটের ডিপু এইচ কবির ইন্ড্রাষ্ট্রিজের মালিক মোঃহুমায়ূন কবির এবং আনোয়ারুল কবির নিজেরাই তাদের নিজ বাড়ি আড়াইহাজারের হাইজাদীর সিংহদীতে উৎপাদন করে থাকে “মেঘনা বিড়ি”। এই বিড়ি তাঁদের অধিনে পলো সিগারেটের ডিলারের মাধ্যমে বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে বিক্রি করিয়ে থাকে।

মাধবদী থানার ডিলার মোঃবকুল এই বিড়ি বিক্রি করতে গিয়ে একবার আইনত ঝামেলায় জড়িয়ে যায়,বিড়ির লাইসেন্স ও আকিজ বিড়ির প্যাকেটকে নকল করায় তাঁকে আইনের লোকের কাছে জবাবদিহিতার মুখে পড়তে হয়।

অবৈধ জানার পর থেকে, ডিলার বকুল সহ তার অধিনে ৩জন এসআর এই বিক্রি বন্ধ করে দেয়। বিড়ি বিক্রি বন্ধ করায়,বিড়ির উৎপাদিত মালিক ” পলো সিগারেটের” ডিপু,ডিলার বকুল ও ৩ জন এসআরের বেতন দেওয়া বন্ধ করো দেয়।

বিগত ২ মাস যাবৎ কোনো বেতনই পাচ্ছে না,এই ডিলার ও এসআরগন। তাদের দাবি তারা এক কোম্পানির চাকরি করে অন্য কোম্পানির অবৈধ বিড়ি বিক্রি করবেনা,তাদের বেতনাদি পরিশোধ করে,সুষ্ঠু ভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য তারা আইনের সহযোগিতা চায়। এ বিষয়ে তারা থানায় অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে।

অন্যদিকে ডিপু হুমায়ুন কবির বলছেন বিড়ির লাইসেন্স আছে, এবং তাদেরকে বেতন না দেওয়ার কারন জানতে গেলে বলে,ডিলার বকুলের কাছে এক লক্ষ টাকার অধিক পাওনা,সে টাকা থেকে বেতন দেওয়ার কথা জানায়,কিন্তু তা যাচাই করতে গেলে দেখা যায়,ডিপু হুমায়ুন কবির স্বাক্ষরিত ম্যামোতে একাশি হাজার চারশত ঊনষাট টাকা পাওনা।