ওমর ফারুক

মো কামাল হোসেন, আন্দুলবাড়ীয়া (চুয়াডাঙ্গা)প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী ও এমপিও ভুক্ত আন্দুলবাড়ীয়া কলেজের নবাগত অধ্যক্ষ হিসেবে এসএম এনায়েতুল হক গত ২১/০৮/২০২৩ তারিখে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।

যোগদান উপলক্ষে অত্র কলেজ পরিচালনা কমিটি সহ সকল প্রভাষক-প্রভাষিকা-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার সকাল ১১ টায় আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্দুলবাড়ীয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।

জানাগেছে,নবাগত অধ্যক্ষ এসএম এনায়েতুল হকের গ্রামের বাড়ী ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার হাবিবপুর গ্রামে।

উল্লেখ্যঃতিনি কুমিল্লার- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার কলেজে দীর্ঘদিন যাবত অত্যন্ত স্বনামের সাথে সহকারী অধ্যাপক হিসেবে দাযিত্ব পালন করেন আসছিলেন।

তিনি বিগত ২১/১১/ ২০০১ সালে ফরিদগঞ্জ,কালির বাজার কলেজে সহকারী অধ্যাপক হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।সর্বশেষ তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজে নবাগত অধ্যক্ষ হিসেবে গত ২১/০৮/২০২৩ তারিখে যোগদান করেন।

নবাগত অধ্যক্ষ এসএম এনায়েতুল হক সুষ্ঠু,সুন্দর পরিবেশে ন্যায়,নীতি, সততা,স্বচ্ছতা,জবাবদিহি ও নিষ্ঠার সাথে যথাযথ দায়িত্ব পালনে কলেজ পরিচালনা কমিটি,অভিভাবক সহ সকল শিক্ষক -শিক্ষিকা-কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থী সহ এলকাবাসীর সকলের নিকট দোয়া ও সহযোগীতা চেয়েছেন।

আন্দুলবাড়ীয়া কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ আব্বাস আলী বিগত ২০২২ সালের ২ মার্চ অবসর গ্রহণ করেন।যার ফলে দীর্ঘদিন যাবত অধ্যক্ষের পদ টি শূণ্য হয়ে পড়ে।

আন্দুলবাড়ীয়া কলেজ টি এক মনোরম প্রাকৃতিক পরিবেশে ২০০৪ সালে গড়ে তেলেন একালার বিশিষ্ট শিক্ষানুরাগীরা।আন্দুলবাড়ীয়া কলেজের লোকেশনঃউপমহাদেশের প্রখ্যাত পীর কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা,কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দান সংলগ্ন(আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন রোড)