ওমর ফারুক

জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি:

সমন্বিত সাংস্কৃতিক সংসদ(সসাস) জামালপুর কর্তৃক জেলা পর্যায়ের আবৃত্তি,তেলোয়াত,গান এবং অভিনয় এই চারটি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্তবার (২৫ আগস্ট) জামালপুরের এশিয়ান ফুট ভিলেজে এই প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করে।প্রতিযোগিতা শেষে বিচারক ও অতিথিগণ তাদের মন্তব্য ও বক্তব্য পেশ করেন।

এই প্রতিযোগিতার মাধ্যমে শিল্পীঁ,অভিনেতা ও আবৃত্তিকার তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।

জেলা পর্যায়ে অসংখ্য প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।সবশেষে প্রত্যেক বিভাগ থেকে সেরাদের সেরা ৩ জন করে মোট ১২ বিজয়ীকে ক্রেস এবং সার্টিফিকেট প্রদান করা হয়।