ওমর ফারুক

সামিন রহমান, আন্তর্জাতিক ডেস্ক;

ব্রাজিলে অবস্থিত আমাজন অঞ্চলে গত শনিবার একটি ছোট আকারের প্লেন বিধ্বস্ত হয়েছে। মাজোনাস রাজ্যের নিরাপত্তা কর্মকর্তা ভিনিসিয়াস আলমিদা এক সংবাদ সম্মেলনে জানান বিমানটিতে চৌদ্দ জন যাত্রী ছিল যারা ঘটনাস্থলেই নিহত হয়েছে ।

আলমিদা বলেন, উড়োজাহাজটি যখন বার্সেলোসের আকাশসীমায় পৌঁছায়, তখন অনেক বৃষ্টি হচ্ছিল এবং আকাশ ছিল অপরিষ্কার । অনিচ্ছা সত্বেও পাইলট রানওয়ের মাঝখানেই উড়োজাহাজটির অবতরণ করতে বাধ্য হন। নিহতদের মধ্যে ১২ জন যাত্রী ছিলেন এবং ২ জন ক্রু ছিলেন।

উড়োজাহাজের সবাই ছিল ব্রাজিলের নাগরিক যারা মাছ ধরার প্রতিযোগিতা অংশ নিতে বার্সেলোসে যাচ্ছিল।শুরুতে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, উড়োজাহাজটিতে মার্কিন নাগরিকেরা ছিলেন।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময়ে আরও দুটি উড়োজাহাজ বার্সেলোসের আকাশসীমায় ছিল। তবে আবহাওয়ার কারণে এটি মানাউসে ফিরে যায়।কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাজিলের বিমানবাহিনী ও পুলিশ ঘটনার তদন্ত করবে।

গতকাল নিরাপত্তা কর্মকর্তা আলমিদা বলেন, রোববার আমরা মরদেহগুলো মানাউসে পাঠাব এবং ফরেনসিক পরীক্ষা করব। এরপর মরদেহগুলো তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে।