ওমর ফারুক
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ খ্যাত দ্বীপ জেলা ভোলার ভোলা-চরফ্যাশন মহাসড়কে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গত সোমবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় বোরহানউদ্দিনের কিছু অংশে এলাকাবাসীরা ধানের চারা রোপন করে।
এতে সাধারণ মানুষ স্থানীয় এমপি সহ সংশ্লিষ্ট প্রতিপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজটি সম্পূর্ণ সমাপ্তি করার দাবি তোলেন।
ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষীপুরসহ জেলার ৭ উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম সড়ক এটি। বাংলাবাজারের পর থেকে সড়কের খুব বেহাল দশা।
যোগাযোগের অন্যতম সড়কটি দিয়ে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। এতে করে সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় নানান দুর্ঘটনা।
তাই এই সড়কের বেহাল অবস্থায় সাধারণ জনগণের মাঝে ক্ষোভ প্রকাশ করে সড়কে ধানের চারা রোপণ করে তারা প্রতিবাদ জানিয়েছেন।

