সম্পাদক

আশিকুর রহমান,কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

“রক্ত দিন জীবন বাঁচান, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল (২০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা সালতী কনভেনশন হলে পালিত হয়েছে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা এবং আলোচনা সভা।

এ সময় নেত্রকোনার প্রবিণ আলেম মাওলানা আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা এন আকন্দ কামিল মাদরাসার সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল বাতেন, মাওলানা আসাদুর রহমান আকন্দ, হাফেজ মাওলানা কামরুল হাসান,মাওলানা নুরুল আলম মঞ্জরী, সাংবাদিক ফজলুল হক রোমান, মাওলানা জসিমউদদীন খান, ড.ওমর ফারুক, এডভোকেট মোরশেদ বেগ,মাওলানা আহমাদ, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা শহীদুল সাদী, মাওলানা আনোয়ার শাহ, এইচ এম মিজানুর রহমান, আজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধণ করেন, মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহীম রুহী, সঞ্চালনা করেন এম এস মাসুদ। অনুষ্ঠান শেষে সামাজিক ও মানবিক কাজে বিভিন্ন সময় অবদান রাখায় দেশের বিভিন্ন জেলার ২৭ টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।