ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে নরসিংদীর ভেলানগরস্থ জেলখানা মোড় হতে ভেলানগর বাজার পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী সদর উপজেলা শাখার বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামাতসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাময়াতে ইসলামী সদর উপজেলা শাখা।

এসময় নরসিংদী জেলা শাখার সেক্রেটারি আমজাদ হোসেন ও নরসিংদী জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি শামসুল ইসলাম তালুকদারসহ নরসিংদী জেলা, সদর উপজেলা ও শহর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পরিসরে উপস্থিত নেতৃবৃন্দের সামনে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলার আমীর মাহফুজুর রহমান ভুইয়া।সর্বশেষ সবাইকে শুভেচ্ছা জানিয়ে সমাবেশ শেষ করা হয়।