সম্পাদক
শাকিল আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ সরকার নির্ধারিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার দুই জন নেতৃবৃন্দের স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ২ টায় মাসব্যাপী কর্মসূচীর তৃতীয় দিনে বড়লেখা পৌর শহরের হলি লাইফ স্পেশালাইজড (প্রাঃ) হসপিটালে রক্তশুন্যতা জনিত দুই জন রোগীকে মানবিক কল্যাণে (স্বেচ্ছায় ও পজেটিভ O+) রক্তদান করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক বাকের আহমদ এবং একই সময়ে (এ পজেটিভ A+) রক্তদান সম্পন্ন করেন কার্যনির্বাহী সদস্য মিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বিপুল কান্তি দাস, সাংবাদিক সুলতান আহমদ খলিল, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সদস্য শাকিল আহমদ, ছায়দুল আহমদ প্রমুখ।
নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক বাকের আহমদ ও কার্যনির্বাহী সদস্য মিরাজুল ইসলাম স্বতঃস্ফূর্তভাবে তারা মানবিক কর্মকান্ডে অব্যাহত রয়েছেন সেজন্য তাদের প্রতি রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
উল্লেখ্য: নিসচা বড়লেখা উপজেলা শাখা সামাজিক-মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডসহ সড়ক দুর্ঘটনারোধে জনস্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নিসচা একটি জনপ্রিয় বৃহৎ জাতীয় সামাজিক সংগঠন শুধু সড়ক নয় তার পাশাপাশি নিসচার কর্মীবৃন্দ প্রতিনিয়ত সামাজিক-মানবিক, স্বেচ্ছাসেবী, সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জনস্বার্থে নিসচার বিভিন্ন কার্যক্রম অব্যহত রয়েছে এবং কার্যক্রমকে আরও তরান্বিত করতে নিসচা নেতৃবৃন্দরা সকলের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন।

